Friday, 15 May 2020

জন্ম ও মৃত্যু এ সত্যকে ধারণ করে ই মানুষ ও প্রাণীকূলের জীবন। মানুষের বিশেষত্ব হল সে তার জীবনকে নানা কর্ম দিয়ে মানবতা দিয়ে চিন্তা ও চেতনা দিয়ে জীবনকে পরিপূর্ণতা দেয়ার চেষ্টা করে যা অন্য প্রাণীরা পারে না। মানুষ তার জীবনের প্রতিটা অধ্যায়কে সুনিপূণভাবে সাজাবার প্রয়াসে কাজ করে চলে। মানব জনমকে সার্থক করতে তার থাকে নিরন্তর প্রয়াস।
আমরা সামাজিকভাবে দলবদ্ধ থাকি। জন্ম-মৃত্যু সকল মানবিক বিষয়ে মানবসম্প্রদায় এক ও অভিন্ন।

(কবি মনিরুল টিটুর এক জন্মদিনে লেখক ও শিক্ষক জনাব, দেলওয়ার (যুক্তরাষ্ট্র প্রবাসী),মরহুম আলমগীর  চৗধুরী (সদ্য প্রয়াত),মি. জুয়েল (যুক্তরাজ্য প্রবাসী), সংগীত শিল্পী সুহেল প্রমুখ।