Saturday, 11 July 2020





মাটির হাহাকার দেখেছি আমি 

চৌচির হয়েছে ফেটে তার বুক

তাই বৃষ্টির জন্য এতো উন্মুখ

প্রার্থনা করি, বৃষ্টি দাও অর্ন্তযামী।
বৃক্ষগুলো কাঁদছে অহর্নিশ

পাখিদের কন্ঠে নেই গান

মরু শুষ্কতায় ওষ্ঠাগত প্রাণ

আর্তি, চঞ্চুতে দুর্বিষহের শীষ। 

বৃষ্টির প্রতীতী অপেক্ষা সবখানে

কখন ভিজবে পাতা ও মাটি কে জানে!

প্রাণের স্পন্দনে পানি সবথেকে দামী

বৃষ্টি দাও, বৃষ্টি দাও-আকাশ ফুটো করে

 বৃষ্টি দাও, হে অর্ন্তযামী।